বুধবার, ৩১ মে, ২০১৭

পূর্ণিমা মাধবী রাতে

প্রতি নক্ষত্ররাতে প্রতি পূর্ণিমা রাতে
আমি ঘর হতে বেরিয়ে পড়ি-
চোখ মেলে দেখি বাইরের বিষন্ন জ্যোৎস্নার প্রান্তর
নিঝুম হয়ে ঘুমিয়ে থাকে ধানক্ষেত
স্তব্ধ হয়ে পড়ে থাকে রাতের আকাশ
যমুনা নদীর জলে জ্বলে রুপালী ঢেউ
আমি প্রান্তরের পর প্রান্তর হাটতে থাকি
হাটতে হাটতে ক্লান্ত হই
সিদ্ধার্থের মতো মায়াহীন হয়ে পথ্ চলতে থাকি
আমার ক্লান্তির পদধ্বনি শুনতে পারেনা কেউ।

প্রতি নক্ষত্র রাতে নদীর কাছে ছুটে যাই
প্রতি পূর্ণিমা রাতে অরণ্যের কাছে যাই
প্রতি জ্যোৎস্না রাতে আমি পথে পথে হাটি
এমন পাগল করা পূর্ণিমা মাধবী রাতে
তুমি কখনো আমাকে বলবেনা- ভালোবাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন