সোমবার, ২৯ মে, ২০১৭

একটি গান

যদি আর কোনোদিন দখিনা বাতাস না আসে ঘরে
থাকবেনা বসে তুমি আর দুয়ার খুলে
সন্ধ্যাবেলায় কখনো হা্স্নাহেনা আর পড়বেনা ঝরে।

আমি হয়ে যাই রাতের একলা পাখি
তুমি ভুলে যাও ভরা নদীর জলের মতো ভিজিয়ে আঁখি
যদি আর আমায় না বাঁধো তোমার বুকের মায়া ডোরে।

হেমন্ত মাধবী রাতে যদি আর সুর না আসে তোমার গানে
আমার দীর্ঘশ্বাসে যদি ঝড় আনে।

যদি তোমার কর্ম অবসরে
ভালোবাসায় ভরে দাও দখিনা বাতাসের মতো উতলা করে
সে তোমার করুণা সে তোমারই প্রেমে বেঁধে রেখো মোরে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন