বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭

The Kiss

পৃথিবীতে না আসতে চিৎকার করে কেঁদেছিলাম,
এসে দেখলাম নদী,সাগর,জলপ্রপাত,
চন্দ্র সূর্য,গ্রহ,তারা-
দেখা হলো তোমার সাথে
দেখলাম এখানে সবকিছুই মায়ার টান
চুম্বনেও জড়িয়ে থাকে ভালোবাসা
ছাড়তে ইচ্ছা করেনা, এই পৃথিবীর মতো।

ভালোবাসারও মৃত্যু হয়,
যেমন করে চলে যেতে হয় এই পৃথিবী থেকে
সেই প্রথম ক্রন্দন ধ্বনির মতো
অশ্রু ঝরাতে ঝরাতে।


_______________________________________________________________________________
The Kiss

এই পৃথিবীতে এসে দেখলাম নদী,সাগর,
চন্দ্র সূর্য,গ্রহ,তারা-
দেখা হলো তোমার সাথেও -
এখানে সবকিছুই মায়া আর মরিচীকা।

চুম্বনেও জড়িয়ে থাকে ভালোবাসা
ছাড়তে ইচ্ছা করেনা,এই পৃথিবীর মায়ার মতো
সে এক অদ্ভূত টান।

ভালোবাসারও মৃত্যু হয়,
যেমন করে চলে যেতে হয় এই পৃথিবী থেকে
সেই প্রথম ক্রন্দন ধ্বনির মতো
অশ্রু ঝরাতে ঝরাতে।
___________________________________________________
Pic :  'The Kiss'
Sculptor : Auguste Robin
France.





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন