রবিবার, ৪ জুন, ২০১৭

বসন্ত মাধবী রাতে

শুধু ভালোবাসার জন্য বেঁচে থাকতে চাই
অনন্ত সময়কাল
ধূলির সন্ধ্যায় হেটে চলে যেতে চাই
দূরে কোথাও,
যেখানে দাড়িয়ে দেখা যায় পূরবীর বাঁকা চাঁদ
আমি চলে যেতে চাই অমরাবতীতে
ভালোবাসায় পেতে চাই অমরত্ব।

তোমার শরীরে বুঁনো ফুলের গন্ধ আসে
আমি তার সুবাস নেই -
মায়াময় অর্কেষ্ট্রার সুর সেখানে বাজে
আমি তার গান শুনি বিহবলতায়
জ্যোৎস্না মাধবী রাতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন