রবিবার, ২৫ জুন, ২০১৭

তার কানে কানে

যে কথাটি বলা হয়নি মাধুরীর কানে
সেই কথাটি বলবো
তোমার কানে কানে
যে সুর তুলতে পারিনি আমার এ গানে
সেই গান গাইবো তোমার প্রাণে প্রাণে।

মাধুরী চলে গেছে এক মাধবী রাতে
হৃদয়টা নিয়ে গেছে
শূন্য করি আমাতে
যে নদী বেঁকে গেছে দূরের মোহনায়
সেই সুর থেমেছিলো অ্সীম মায়ায়।

যে পাখী উড়ে গেছে নীলিমার পানে
সে পাখী আসেনি
আর বসন্তে গানে
বেহালায় সুর বাজে আজো প্রাণে প্রাণে
সেই কথাটি বলিনি তার কানে কানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন