রবিবার, ১৮ জুন, ২০১৭

মাধবী ভিলা

অনেকদিন ধরে মাথায় একটি বাড়ীর নাম ঘুরপাক খাচ্ছে। ' মাধবী ভিলা '। কোথায় যেনো দেখেছিলাম এই বাড়ী। প্রাচীন কোনো বিধ্ধস্ত নগরীতে হয়তো দেখে থাকবো । ভিতরে বাইরে পলেস্তারা খসে যাওয়া, অলিন্দ জুড়ে পরগাছা আর লতাপাতায় ছেয়ে আছে। বাড়ীর চারদিকেও গাছ গাছালি। আমলকি,হরতকি,শিরিষ,ডগডুমুর আরো কতো কি !সুপারীর সারিও। মনে হয় যেনো পুরো আঙ্গিনার উপরে সবুজের ছাদ। এক নিঝুম  দুপুরে এই বাড়ীরই বারান্দায় বসে কার সাথে যেনো আমার প্রথম কথা হয়েছিলো। সেই মুখও মনে করতে পারছিনা। একি স্বপ্নে দেখা কোনো বাড়ী.? নাকি কোনো ভ্রম ! নাকি সত্য। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন