শুক্রবার, ১৬ জুন, ২০১৭

আমি আছি স্বপ্নলোকে

আমি চলে গেলেও আমার শূণ্যতার মাঝে
সকল চিহ্ন পড়ে থাকবে
যেমন পড়ে থাকে মৃত্তিকার উপর আকাশের ছায়া
আমার জামা কাপড় ভাঁজ করে টানানো
থাকবে আলনায়
না হয় সুগন্ধি কোনো ট্রাংকে
ঝুমঝুম বৃষ্টির দিনে ট্রাংক খুললেই উপচে আসবে
আমার শরীরের গন্ধ
কখনো কখনো মেঘ না হলেও যেমন বৃষ্টি নামে
তেমনি জল হয়ে ফিরে আসবো তোমার চোখে।

তুমি একাকী হাটবে যখন বাড়ীর আঙ্গিনায়
কোনো প্রভাতে
যখন বসে থাকবে ঘরের সামনে শিউলীতলায়
উদাসীন কোনো দুপুরে
আমি না থাকলেও দখিনা বাতাসে আমার
পদধ্বনি শুনতে পাবে
নিঝুম রাত্রিতে যখন ঘুম আসবেনা চোখে
নির্ঘুম চোখ ওপাশ ফিরালেই দেখবে
আমি আছি তোমাকে ছুঁয়ে
আছি তোমার স্বপ্নলোকে,সকল চৈতণ্যে সবসময়।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন