রবিবার, ২৫ জুন, ২০১৭

ঈদের শুভেচ্ছা

কোনো অশ্রু ফোটা ঝরেনি। তারপরও ঘুম আসছিলোনা চোখে। বিছানা থেকে উঠে জানালা খুলে দেখলাম, বাঁকা চাঁদ সন্ধ্যা রাতেই নিভে গেছে। কি বোর্ড সচল করলাম। ইনবক্স খুলে গ্রিটিংস্ পড়ছিলাম। নীল নদের পাড় থেকে অভিবাদন, আটলান্টিক পাড়েরও আছে, আছে লিফী নদীর পাড়ের। নায়াগ্রার জলপতন আমার দেশের মাধবকুন্ডের মতো অতো মায়াময় মনে হয়না। এই মধ্যরাতে বৃষ্টিও নেই।
কিছু লিখতে মন চায়। গদ্য পদ্য কোনটা বুঝিনা। মাথার মধ্যে জীবনানন্দ ঘুরপাক খাচ্ছিলো। কিন্তু অন্তরের ভিতর অন্য তোলপাড়। লিখছিলাম তাই-
মৃত্যুর বিছানায় শুয়ে তোমাকে দেখবো,
দেখবো চোখের কোণে বিন্দু বিন্দু জল, তুমি দেখবে আমার মৌনতা শুধু,
আর দেখবে-
নিষ্করুণ মুখ কেমন সমুজ্জ্বল।
'তখন সব পাখি ঘরে আসে
সব নদী ফুরায় জীবনের সব লেনদেন,
তখন- থাকে শুধু অন্ধকার.....।'
কাল ঈদ। এসব দুঃখের কথা লেখা কি মানায় ? তারপরেও ঘুরেফিরে মা'র মুখ মনে পড়ে। সেই বাবার হাত ধরে প্রথম ঈদের মাঠে যাওয়া। কাল সকাল হবে। নতুন পাঞ্জাবী পড়ে আমি ও আমার ছেলে ঈদগাহে যাবো। আরো অনেক বছর পরে এমনি করে যাবে,আমার ছেলে আর অনাগত আমার দৌহিত্র। কালপরিক্রমা এমনি করে এগিয়ে যাবে মহাকালের দিকে। নাহ্ কোনো মন খারাপ নেই। ভালোই লাগছে। সবাইকে ঈদের শুভেচ্ছা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন