বুধবার, ২১ জুন, ২০১৭

জ্যোতির্ময় করো

আমাদের পদচারণায় চঞ্চল হয়ে উঠিছিলো
অরণ্যের বৃক্ষাদি
পল্লবীতো হয়ছিলো সবুজে শ্যামলে
মধ্যহ্নের সূর্য রশ্মিতে তপ্ত হয়েছিলো পর্বতমালা
জলপ্রপাত বেগ পেয়েছিলো পাথরে পাথরে
ঝর্ণায় স্নাত হয়ে শীতল হয়েছিলো অঙ্গখানি।

এখনো সবুজে মাতাল হয় অরণ্য,এখনো উষ্ণ হয়
সেখানকার পাহাড়
এখনো বহে নির্মল বাতাস
এখনো জলপ্রপাতের জলে স্নান করে অনাগত মানুষ
এখনো ঝর্ণাধারায় জল ঝরে অবিরত।

এসো আমাকে আলিঙ্গন করো ঐ নদীর মতো
জড়িয়েে ধরো ঐ সাগরের মতো
মিশে যাও ঐ মোহনার মতো
চুম্বন দাও মাতৃক্রোড়ে ঐ দেবশিশুর মতো।

এসো বাহু বন্ধনে-
এসো জ্যোতির্ময় করো ঐ সূর্যের মতো।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন