রবিবার, ১৮ জুন, ২০১৭

নিদ্রাবতী রাত

আজ কোনো কথা নয়
যদি ওঠে নবমীর চাঁদ, মায়াবতী তোর ভ্রুকুটী প্রেমময়
ঘুম এনে দেবে এই স্বপ্নময়ী রাত।

সেই কবে থেকে ঘুম নেই,
দূর প্রান্তরে মরিচীকার ছায়া, স্বপ্নের কথা বলি যেই
ভরিয়ে দিস তুই ভালোবাসার মায়া।

তারপরও তোকে ভালোবাসি
বিনিদ্র রাতের দুপুরে করি শোক, দুঃখ দিস তবুও
তোর কাছে আসি
তোর জন্য স্বপ্ন দেখে এই চোখ।

আর কোনো কথা নয় মায়াবতী,
আসবেই নিদ্রাবতী রাত ,তুই হবি তখন অমরাবতী
সেদিনও উঠবে এমনি নবমীর চাঁদ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন