মঙ্গলবার, ৬ জুন, ২০১৭

'Broken in a million piecces'

ক্রিস্টাইন আর্চিবাল্ড, আদর করে তোমাকে
সবাই ডাকতো ক্রিসি বলে-
তুমি এসেছিলে তোমার দেশ কানাডার
বৃটিশ কলম্বিয়ার ক্যাস্টলগার শহর থেকে
তুুমি ছিলে সমাজকর্মী,হৃদয় ছিলো ভালোবাসার
কাজ করতে এখানে গৃহহীন আশ্রয় কেন্দ্রে ।

তুমি প্রেমিকা ছিলে একজনের-
অপেক্ষায় ছিলো তোমার প্রিয়তম টেইলর ফার্গুসন,
যার হৃদয় লক্ষ টুকরো হয়ে ভেঙ্গে গেছে
এই গ্রীস্মেই তোমার বিয়ের সানাই বাজার কথা ছিলো
সেই উৎসব আর হলোনা,
তার আগেই তুমি প্রাণহীন হয়ে গেলে
গীর্জায় বেজে উঠলো করুণ ভায়োলিন।

'মানুষ যেনো হোমলেস সেন্টারে সময় দেয়,
তারা যেনো সাহায্য করে সব গৃহহীনদের।'
এই বার্তা নাকি তুমিই পাঠিয়েছো মানুষের কাছে-
লন্ডনের পেডেস্টিয়েনের কংক্রিটের ব্রীজের উপর
এখনো থোকা থোকা রক্তের দাগ লেগে আছে,
কাঁদছে সবাই, কাঁদছে তোমার গৃহহীন মানুষগুলোও।

_________________________________________________
ছবি : ক্রিসি'র টুয়েটার একাউন্ট থেকে নেয়া।
তথ্যসূত্র : দি ইন্ডিপেন্ডেন্ট।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন