শুক্রবার, ১৬ জুন, ২০১৭

তুমি জল দিও

আজন্ম থেকে যেতে পারি তোমার কাছে
যেমন প্রান্তর জুড়ে আছে ফসলের মাঠ
পাহাড়ের বুক চিড়ে বয়ে যায় নদী
আমি আকন্ঠ পান করি এর জল.
যেমন ছলাৎছল মাঝি বেয়ে নিয়ে যায় নৌকা
অতল গহীনে ফেলে নোঙ্গর
আমিও তেমনি নাও ভাসিয়ে দিতে পারি
তোমার অথৈ জলে-
তুমি জল দিও,আমি আজন্ম এই জলেরই চাতক।

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন