সোমবার, ১২ জুন, ২০১৭

দূরের পাখীরা

পশ্চিম আকাশে সন্ধ্যা নেমে আসে, পাখীরা চলে
আসে ঘরে
কাছের পাখীরা দূরে চলে যায়
নিঝুম নিরবে তুমি তখন শোনাবে গান
তখন বাজবে সুর তানপুরায়,তখন তারা জ্বলে উঠবে
তখন মেঘ আড়াল করবে অরুন্ধতিকে।

গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে পৃথিবী
ঘুমিয়ে যাবে নিশি পাখী
ঝরে পড়বে আকাশ থেকে তারা, মূত্তিকার নীচে
পতঙ্গেরা ঘুমিয়ে যাবে
আমার চোখে তখন ঘুম আসেনা।

তখন আমি স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি পাখীর চোখের দিকে চেয়ে থেকে
স্বপ্ন দেখি দূরের আকশের মেঘে মেঘে
তখন ঝিরি ঝিরি বৃষ্টি নামে
যে গান শুরু হয়েছিলো সন্ধ্যা বেলাায়
সেই গান সেই সুর তখন বৃষ্টির জলে থেমে যায়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন