বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭

ভালোবাসবে কি ?

মনে করো, এই যে আমি কবিতা লিখছি, গান লিখছি-
আমি যদি আর না লিখতে পারি !
ধরো, একদিন আকাশ দেখবো বলে বেরিয়ে গেলাম।
যদি আর ফিরে না আসি।
যদি আকাশের তারাদের কাছে যেয়ে বসে থাকি।
এই যে দেয়ালে রবীন্দ্রনাথের ছবি টানানো আছে,
ওটা নামিয়ে দিয়ে নজরুলের মতো ঝাঁকড়া চুলের
আমার ছবিটি কি তুমি ওখানে লাগাবে ?

সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে দেখবে কি ছবির মূখ খানি ?
তুমি কি সেই ছবিতে ফুল দেবে ?
টেবিলের উপর কবিতার খাতাটি পরে থাকবে
হিবিজিবি কাটাকাটি করা অনেক কিছুই লেখা আছে
পাতা উল্টালেই দেখতে পাবে- রাত জেগে কতো প্রহরে
তোমাকে নিয়ে কতো কথা লিখে রেখেছি-
কতো ভালোলাগা,কতো গ্লানি, কতো দীর্ঘশ্বাসের কথা
তুমি কি পড়বে সেই সব কথা ?
তুমি সেদিনও আমাকে ভালোবাসবে কি ?
নাকি ধূপ জ্বালিয়ে রেখে অন্ধকারে বসে শুনবে এই গান-

' তব চরণের কাছে,যাহা-কিছু সব আছে আছে আছে--
নাই নাই ভয়,'সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই।
অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার
জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই।'



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন