রবিবার, ১৮ জুন, ২০১৭

কলাবতী

লেকের পারে পথের ধারে এই কলাবতীকে আজ দেখে এলাম। সারারাত ব্রোথেল রমণীদের মতো বৃষ্টিতে ভিজে পাঁপড়িগুলো নুয়ে ফেলেছে। আমি ওকে স্পর্শও করিনি,গন্ধও নেইনি। জানি ওর গায়ে বুঁনো গন্ধ ছিলো, তবুও এই অনাদরের ফুলটিকে আদর না করেই চলে এলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন