শনিবার, ১৭ জুন, ২০১৭

রাঙ্গামাটির পথে পথে

রাঙ্গামাটির পথে পথে এখন ধূসর ধুলো উড়ছে,
পাহাড় চাপায় থেতলে গেছে অসংখ্য মানুষ,
বন থেকে বের হয়ে এসেছে কাঠবিড়ালী,বুঁনো হাতি
বন মড়োগ, বন গাভি ভয়ে লুকিেয়েছিলো ওরাও
ক্ষুধার্ত গিরগিটি গর্ত থেকে বের হয়েছে
নর মাংসের গন্ধে-
রাঙ্গামাটির আকাশে এখন শকুনেরা উড়ছে।

রাঙ্গামাটির পথে পথে এখন আর শোনা যায়না
রবি ঠাকুরের সেই গান
'গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ'
মানবেন্দ্র,অপর্ণাচরণ,কল্পনা তোমরা আজ কেউ নেই
কে কাঁদবে সেখানে ?
রানী ইয়ান ইয়ান, তুমি কি এসেছিলে পাশে-
গেয়েছিলে কি ক্রন্দণের কোরাস গান ?ঈ একসাথে,
রাঙ্গামাটির পথে পথে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন