শনিবার, ১ জুলাই, ২০১৭

সমস্ত নৈঃশব্দ

কারো কাছে কোনো কৈফিয়ত চাইনা। কারো কাছে কোনো ভালোবাসাও না। নিজেকে কখনো কাঙ্গাল হতে দেইনি। দুপুরেে যখন ঘুমিয়েছিলাম,তখন বৃষ্টি হলো। মনটা ভালো হওয়ার কথা, কিন্তু হলোনা। পড়ছিলাম ইমতিয়াজ ভাইয়ের স্টাটাস। লংগেদুর পর রামগড়। অজানা কিছু আশংকার কথার কথা মনে হলো। মনটা ভালো করার জন্য মিষ্টি প্রেমের কবিতা লিখতে চেয়েছিলাম, কিন্তু হলোনা।

আজ আষাঢ়ের বৃষ্টিতে ভাসলো সমতল
মেঘে মেঘে ঝির ঝির করে ঝরেছে জল
সমস্ত নৈঃশব্দ এখন রামগড়ে
তারা ওখানে নিরাশ্রয়ী,
জ্যোৎস্নায় ভিজে যায় চাঁদ
টুপটাপ বৃষ্টি ঝরে,সবাই চুপচাপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন