বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭

আমাদের আত্মহুতি

ভালোবাসা জমতে জমতে পাহাড় হলো
অরণ্যে হারালো সমগ্র গভীরতা
চুম্বনগুলো মুছে গিয়েছিলো তারও আগে
মেঘে মেঘে তখনো বৃষ্টি ঝরেনি-
শুধু বিহব্বলতায় আকুল হলো হৃদয়ের তন্ত্রী
জমাটবদ্ধ রক্ত হলো জল
তারপর পাহাড় থেকে ঝর্ণাধারায় জল নেমে এলো
নদীর সীমানায় জল পৌঁছতে পৌঁছতে
বহমান স্রোতধারায় আমরা আত্মাহুতি দিলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন