বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭

যদি একদিন

যদি একদিন হাটতে হাটতে পাহাড়ের কাছে এসে পড়ি
যদি বলি পাহাড় তোমার চূড়া আমি ছুঁইতে এসেছি
যদি একদিন হাটতে হাটতে নদীর কাছে চলে যাই
যদি বলি নদী তোমার জলে আমার ঠাঁই মিলবেনা?
যদি চলে যাই অরণ্যের কাছে
যদি বনের বিহংগেরা আর গান শোনাতে না চায়
যদি আঁধারে একাকী হাটতে হাটতে পথ হারিয়ে ফেলি একদিন -
খুব ভয় হয় এখন
এসো আমার হাত ধরো -
আজ বাইরে সেই সিদ্ধার্থের পাগলকরা পূর্ণিমার রাত
চলো দূরে কোথাও বোধিবৃক্ষ তলে আসন পাতি
যেথায় আমাদের প্রেম হবে ধ্যানমগ্ন, কস্তুরী শোভাময়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন