শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭

দুঃস্বপ্নবাস

দুই চোখে যখন অবসাদ নেমে এলো তখনই ঘুম এলো। জীবন এতো ক্লান্ত হলো কেনো ? একদুপুর লুকিয়ে ঘুমিয়ে কাটলো প্রহর।তারপরই সেই দুঃস্বপ্নটি দেখা। কেনো আর্তনাদ করে উঠলো হৃদয়ের কোণে।সৃষ্টিকর্তার নামও মুখে এলো।নাকি অসহায় সমর্পণ তারই কাছে।সিঁড়ি দিয়ে নামছিলাম তখন, আর তখনই এই দুঃস্বপ্নে জেগে ওঠা।

'কোন্‌ দূরের মানুষ যেন এল আজ কাছে, তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।
বুকে দোলে তার বিরহব্যথার মালা , গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা।  
মনে হয় তার চরণের ধ্বনি জানি-- হার মানি তার অজানা জনের সাজে।'

বিছানায় বসে নিঃশব্দে রোদন করলাম। যেখানেই চোখ মেলি, দেখি চারদিকে কংক্রিটের দেয়াল। কোনো অলিন্দ্য নেই।কাঁচের দরজার ওপাশে পুরু কাপড়ের পর্দা ছিলো। একবিন্দু শীতল হাওয়ার জন্য বিফল চাওয়া।এক ঝিলিক আলোর জন্যেও।কি দুঃসহনীয় অতিক্রান্ত  সময়কাল ! কেউই দেখতে পেলোনা আমাকে। আমার চোখওনা, এবং লুকায়িত অশ্রু...।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন