বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

সন্ধ্যার অরণ্যে

আমাকে টেনে নিয়ে যায় আমারই পথ 
ধূসর সেই পথে যে গথ চলে গেছে মনুষ্যহীন দূর অরণ্যে
তুমি হাত ছেড়ে দিয়েছিলে তারও আগে
বলেছিলে-- বিদায়!
সেদিন তুমি বলতে চেয়েছিলে আরো অনেক কথাই
বলতে চেয়েছিলে আমারই কানে কানে।
সেবার রিক্সাপথে মার সাথে গিয়েছিলাম মামাদের বাড়ি
বাবার ছিলো খুব অসুখ, রেখে যায় তাকে
সারা রাস্তা মা ভেবেছিলো বাবার কথা
তার ক্রন্দনহীন নিরব চোখ
উদাস হয়ে তাকিয়েছিলো আমাদের দিকে ।
আজ এই নির্জন সন্ধ্যায় আমি চলে যাচ্ছি
আমারই পথ ধরে বাবার সেই ক্রন্দনহীন চোখের মতো
যে পথে এর আগে আমি হাঁটিনি কখনো
প্রিয়তমা, আমার যে অনেক পথ যেতে হবে
অন্তহীন সে পথ, হাটতে হাটতে যদি ক্লান্তি আসে
আমি যেনো সেথায় পৌঁছার আগে ঘুমিয়ে না যাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন