শুক্রবার, ৭ জুলাই, ২০১৭

অসুখ

প্রথমে ভেবেছিলাম ভালো হয়ে গেছি। কিন্তু হলামনা। মস্তিষ্কের ভিতরে সবকিছু কেমন যেনো এলোমেলো বিষন্ন হয়ে থাকে। শুয়ে থাকতেও কেমন ঝিম হয়ে আসে। মেঘগুলো তুলার মতো আকাশে উড়তে থাকে। মানুষের বিষন্নতা শুধু অসুখেই আসেনা। গ্লানি থেকেও আসে। আমি উজ্জীবিত হতে চাই, স্পন্দনে জীবন জাগুক, এ আমি চাই মনে প্রাণে।
আঁধারকাল ক্ষণকালের। সারাদিনমান ক্লান্তি শেষ করে এই সন্ধ্যায় ভাসিয়ে দিতে চাই যতো দুঃখবোধকে। গাংগে জোয়ার আসে। আবার ভাটাও পড়ে। একদিকে অন্ধকার হলেও, আরেক আকাশে আলো জ্বলে ওঠে। জীবনকে স্পন্দিত করতে আমি ভালোবাসি। আর ভালোবাসবোই না কেন, জীবন যে আমি একবারই পেয়েছি । তাইতো ভালোবাসি এই জীবনকেই বারবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন