বুধবার, ১৯ জুলাই, ২০১৭

রূপালী মসলিন

রূপালী মসলিন থেকে নয়, জয়পুরের কারুকার্যখচিত ঘাঘরা থেকেও নয়
পড়েছিলে তুমি বালুচুরি শাড়ি
ঝিমঝিম গন্ধ ঝরেছিলো কোথা থেকে কোন্ অন্তপুরে
মায়াবী কুসুম প্রস্ফুটিত হয়েছিলো কোন্ কাননে --
আমি হতে চাই কুসুম হন্তারক
নিঃশব্দে গোপণ গুহায় পৌঁছতে চাই আদিম প্রগলভে
ভূলোকে তোমার বুক কাঁপে নেশার মতো অবিরাম
শুষে নেয় রক্ত দু'পার্শ্বের বিহ্বল পাঁজর থেকে
লোহিত রক্ত কনিকা তখন থেমে যায় হঠাৎ -
বসন্ত হাওয়ায় উড়তে থাকে তোমার শাড়ির আঁচল।
তারপর কি মধুর পরম্পরায় আকন্ঠ ডুবে থাকি
হে প্রিয়তমা! হে প্রনয়ণী!
তুমি আমাকে যন্ত্রণার ক্লেদ মেশানো কুসুম দাও
সনির্বন্ধ উজ্জ্বল ঠোঁটের চুম্বন দাও
শোনিতের ঋণে প্রেম দাও
আমার মৃত প্রণয় সব জেগে উঠুক তখন -
নিঃশ্বাস বন্ধ হয়ে যাক সকল আকুল রস আস্বাদনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন