বুধবার, ১২ জুলাই, ২০১৭

মা আমার সাধ না মিটিলো

' মা আমার সাধ না মিটিলো আশা না পুরিলো, সকলেই ফুরায়ে যায় মা।' পান্নালাল গেয়েছিলেন এই গান। বিহন গহীনে হাজার রাতের স্তব্ধতার ভিতরে সেই সুর এখনও বাজে। বৃন্তে বৃন্তে যে ফুল ফুটেছিলো রাত ভোর, তা আরেক রাত আসার আগেই ঝরে গেছে। যিনি এই গান গাইতে পারেন, তিনি কিভাবে আত্মহত্যা করতে পারে? কি এমন শোক ছিলো তার? মাত্র ছত্রিশ বছর বয়সে আত্মহনন! কি এমন দুঃখ ছিলো তার, বেঁচে থাকার হাজারো আনন্দের কাছে তা তুচ্ছ হয়ে গেলো! নিজের চাওয়া পাওয়ার উপর এমন অনাস্থা হয়?
প্রত্যেকের জীবনেই কি এমন কৃষ্ণপক্ষের রাত আসে? নাগকেশরের সুবাসিত পাঁপড়িগুলো হাওয়ার উড়ে উড়ে চলে যায়। মানুষ অনেক সময় অনেক জোরে চিৎকার করে কাঁদতে চায়। কেউ পারে, কেউ পারেনা। হতভাগ্য সেই যে পারেনা, যেমন পারে নাই পান্নালাল। এরাই অকালে ঝরে যায়।
মা, কতো অসহনীয় রাত পেরিয়ে গেছে। কেমন ক্লান্ত হয়ে পড়েছি। কে আমায় ক্ষমা করবে? এতো চাওয়া, এতো সাধ সবই কি ফুরিয়ে গেছে? তুমিও তো নেই। কে এসবের জবাব দেবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন