বুধবার, ১৯ জুলাই, ২০১৭

সকল মনিরত্নমে

যদি কখনো নিদ্রাহীন ঘুম ভেঙে জেগে ওঠো
যদি বসো অলিন্দের পাশে ইজিচেয়ারে সারারাত
এই যে শোকাচ্ছন্ন হয়ে ওঠে তোমার বিছানা
আমার শূন্যতায়
একাকী জেগে ওঠো
কেঁপে ওঠো
প্রশ্ন করো বাতাস নক্ষত্র তরংগায়িত নদীর কাছে
কূল ভাংগা মৃত্তিকার কাছে
যা কিছু সংবেদনশীল যা কিছু জ্যোৎস্নার
তাদের তুমি বলো -- এসো।
এই যে আকাশ থেকে নক্ষত্র ঝরে পড়ে
এই যে বাতাসের নীল গ্লানি
এই সবই আমার অনুপস্থিতিকে বলে দেয়,
তারপরও তুমি প্রকাশিত করো তোমার প্রাসাদের
সকল বিস্ময়কর সম্পদরাজি
সকল তারাখচিত আনন্দরূপ --
যেথায় চুম্বনরাশি ঢেলে দিতাম
মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সকল মনিরত্নমে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন