রবিবার, ২ জুলাই, ২০১৭

ক্যারাভান জীবন

রমণী যেদিন প্রথম ভালোবাসার কথা বলেছিলো, আমি তখন নিতান্তই বালক ছিলাম। সে ছিলো নদীর মতো তরঙ্গায়িত, তাবৎ জমিনের ভিতর দিয়ে তার গতি প্রবাহমান ছিলো। হিন্দুকুষ পর্বত থেকে নেমে আসা সহস্র জল রাশি ব্রহ্মপুত্র হয়ে সাগরে যেয়ে মিশেছিলো । আমি ছিলাম যাযাবরের মতো ঘরহীন ঠিকানাহীন। নদীর জলে চরণ দু'টিও ভিজাইনি কখনো। রমণী হতাশ হয়েছিলো। তারপর সেই নদীর বাঁক অন্য মোহনায় মিশে গেলো। বালক থেকে গেলো ক্যারাভানেই উদ্বাস্ত যাযাবরের মতো, লোভহীন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন