রবিবার, ২৩ জুলাই, ২০১৭

কুসুমিত রাত্রি

এই রাত্রিকে সুন্দর করো তুমি
আবার এই রাত্রিকে দুঃখময়ও তুমিই করো
অপার রূপ সুধা নিয়ে তুমি যখন কাছে আসো
নিশীথের স্তব্ধ প্রহর তখন উৎসব করে
তখন খান খান করে ভেঙে পড়ে সকল প্রগল্ভ
মনে হয় ভাংচুর জীবনকে জোরা করছো তুমি
মনে হয় যোজন যোজন আঁধারের পথ
একসাথে হেটে চলেছি আমরা দু'জন।
আমরা আলিঙ্গন থেকে বিচ্ছিন্ন হতে পারিনা
যেমন বিচ্ছিন্ন হতে পারেনা আকাশ থেকে তারা
যেমন ভৈরবী রাগে বাজে ঐকতানের সংগীত
তখন সৌন্দর্য তীব্রতর হয় কুসুমিত রাত্রির গভীরে।
যখন শেষ হয় রাত ভোরের আলোর স্পর্শে
তুমি সম্বিতেই স্পন্দিত হয়ে ওঠো সূর্য কিরণে
আলিঙ্গন থেকে স্বর্গমুখী হয়ে এগিয়ে যাও
অনিঃশেষ আবেগে জড়িয়ে ধরো নিঃশব্দ চরণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন