বুধবার, ১২ জুলাই, ২০১৭

বিভ্রমে হারাতে চাইনা

আমি তোমাকে ভালোবাসি এই কথাটিই সত্য ছিলো। কার্নিশে দাড়িয়ে আজকের এই বর্ষার মেঘের বিকেল দেখছি, একটু পর আর থাকবেনা। সন্ধ্যার আলোছায়ার সাথে মেঘের নীচে ডুবে যাবে লাল আভা ছড়ানো ঐ সূর্য। এখানে জীবনের কোনো বিভ্রম নেই, ভ্রান্তিও নেই। বিভ্রম এবং ভ্রান্তি এই দু'টোর ওপারেই তোমাকে আমি দেখেছি। একটু পর পর এই যে ঝিরঝির বৃষ্টি এও সত্য হয়ে ঝরে। এবং তা অশ্রু বিন্দুর মতো নয় কখনো।
সেই শুরু থেকেই জীবনকে ভালোবেসেছি। সব ঐশ্বর্যই পাওয়ার জন্য একসময় ব্যকুল ছিলাম। এইসব চাওয়ার আকুলতা কখনো কখনো বন্চনার মতো এসেছে। হঠাৎ কখনো তাই সামনে এগুবার প্রেরণা হারিয়ে ফেলেছি। কিন্তু ভ্রান্তি ছিলো সবই। এখন এসব আর মনে ঠাঁই দিতে ইচ্ছা হয়না। কয়টা দিনই আর বাকি আছে! সামনে চলবার এই শক্তিটুকু এই সায়াহ্নে এসে বিভ্রমে হারাতে চাইনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন