শুক্রবার, ৭ জুলাই, ২০১৭

পথ চাওয়াতেই আনন্দ

হঠাৎ করেই মনটা অস্থির হয়ে উঠলো। তাকিয়েছিলাম অনেক দূর পর্যন্ত। কোথাও কোনো ছায়া নেই। অনেক দূর পর্যন্ত সমান্তরাল পথ চলে গেছে। এই সবকিছু শুরু হয়েছিল জীবনের এইমাত্র সেদিনের। শুরু হতে না হতেই শেষ হলো পথের প্রান্তেই। যা মনে হয়েছিল অনেক দূরের। আনন্দ সব নিয়ে গেছে। যা কিছু আ়ফসোস, যা কিছু অপ্রাপ্তির তাই পড়ে রইলো পথের উপরে।
আমি পথপানে চেয়ে আছি। যতোদূর আমার দৃষ্টি যায়, তারও চেয়ে বেশী চেয়ে থাকি। তারও চেয়ে বেশী শূন্যতার হাহাকার অন্তরের ভিতরে। আমি অন্তর্যামীকে স্মরণ করি। মেনে নিতে পারিনা জীবনের ফুড়ানোর কথা। জীবনের সব গল্পই অকালেই শেষ হয়ে গেলো। কেউ আর রইলোনা কোথাও। না জীবনে, না পথের উপরে। তারপরেও পথের দিকেই চেয়ে থাকি। 'আমার এই পথ চাওয়াতেই আনন্দ। '

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন