রবিবার, ৩০ জুলাই, ২০১৭

রক্তজবার লাল রং

রক্তজবা ফেরৎ দিলো রক্তের রঙ। সেও কি শুঁষে ফেলতে চেয়েছিল? পারেনি বলে আমাদের আজ শ্রাবন মাস। আহির গাঁয়ে যে-ফাগ উড়েছিল কানুকে একটু শুধু ছোঁবে বলে, তার প্রতিটি কণা ব্রজবালারা শুঁষে নিতে চেয়েছিল। পারেনি। কানু চলে গেল দ্বারকায়। সে তখন কৃষ্ণ। রাধা কেঁদে কেঁদে সব রঙ ধুয়ে দিয়েছিল বাদল মেঘের অঝোর ধারায়। সেও এক রঙ। রঙ ধুয়ে যাওয়ার রঙ। আর সে রঙ ধুলে যায়না। মাথা কুটে মরে গেলেও সে রঙ পিছু ছাড়েনা। 
সবাইকে রক্তজবার লাল রংএর শুভেচ্ছা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন