রবিবার, ৯ এপ্রিল, ২০১৭

তুমি জলপ্রপাত হও

ভুলতে চাইলেই কি ভুলতে পারি বাহু ডোরের উষ্ণতা ?
ভুলতে কি পারি মুখ থেকে ঝরে পড়া বৃষ্টির গন্ধের মতো আশ্লেশ ?
পর্বতারোহী হয়ে ভ্রমন করেছি পথের বাঁকে বাঁকে
ভুলতে কি পারি শরীরের খাঁজে খাঁজে সেইসব ভ্রমন ?
লতা গুল্ম বৃক্ষ ঝোঁপ ঝাঁর মাড়িয়ে পৌঁছে গেছি যে বন্দরে
ভুলতে কি পারি সেই সব রোমাঞ্চকর পরিভ্রমণের পথ ?

তুমি চাইলেই আবার সেই পথের পরিব্রাজক হতে পারি
দিতে পারি আবারও শ্লেশ,দিতে পারি ঈষাণের পুঞ্জিভূত মেঘ
তুমি বঙ্গোপসাগর থেকে জল নিয়ে এসো
মেঘে মেঘে ভেসে এসে তুমি জলপ্রপাত হও- আমারই বাহু ডোরে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন