শনিবার, ৮ এপ্রিল, ২০১৭

চিত্রা নদীর পাড়ে

এই অনন্তলোকে একটি ছায়ামূর্তি আমি দেখতে পাই। সদাই মায়াবী পর্দা দুলে ওঠে তার।যাকে দেখা যায় তাকে চেনা যায়না। হাজার বছর আগে একবার দেখেছিলাম চিত্রা নদীর পাড়ে। সেই মুখ.সেই চোখ মনে ভেবে আমি এখনো গান ও কবিতা লিখে যাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন