শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭

আলোর প্রতিধ্বনি

দুইটি জীবন চলছিলো আলাদা আলাদা করে। দুইটি নদী যেমন ভিন্ন ভাবে প্রবাহিত হয় তেমনি। দুই নদী কি কখনো এক হতে পারে ? কিন্তু আমরা হয়েছিলাম, আমরা একই মোহনায় মিশেছিলাম, যেনো এক জীবন ছুঁয়ে ফেললো আরেক জীবনকে। এ যেনো এক বিস্ময়কর নিয়তির খেলা।

তারপর নদীর জল তরঙ্গায়িত হলো। ছোটো ছোটো ঢেউ তৈরী হলো।নতুন আরো জীবন এলো। সব যেনো এক অদ্ভূত প্রেমে বাঁধা। মনে হয় এই প্রেম আছে, আবার মনে হয় প্রেম নেই। জীবনের এই সব রহস্য বুঝতেই এক জীবন চলে গেলো।

জীবনের যতোটুকু সুখ তা হঠাৎ আলোর প্রতিধ্বনি মতো ক্ষণকালের। জীবন চলছে জীবনের দিকে- কখন এই চলা শেষ হয়, জানেনা কেউ। আমরাও চলছি অচেনা একটি প্রান্তের দিকে যাকে বলে মানুষের Death end.
                                                                                                                                           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন