শুক্রবার, ৫ জুন, ২০২০

পরজন্ম

শত বছর পরে এমন বৃষ্টি বৃষ্টি সন্ধ্যা রাত্রিতে মাটির ফোড়া কাটা ঝোপে ঝাড়ে লুকিয়ে ঝিঁঝি পোকা ডাকবে।  বাঁশঝাড়ের আড়ালে আঁধার করা বনমৌরির গন্ধে যখন রাতের জোনাকিরা আকুল হবে -- সেই রাতের  গোপনে আমি ফিরে আসব ওদের মতো করে।
  
চেনার মতো আজিকার কোনো মানুষ হয়ত তখন থাকবে না।      

এই পৃথিবী নামে গ্রহে আবার যে  ফিরে আসতে ইচ্ছে করে, তা যে রূপেই হোক, যত তুচ্ছ কিছু হয়ে হলেও --- ঝিঁঝি পোকা কিংবা জোনাকি।                         

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন