শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

গোলাপ বউ

নিঝুম ছিমছাম বাড়িতে সেই প্রথম একবার পরী তার  পালক খুলেছিলো। আবার কি তবে মনে মনে চাইবো তোমাকে? পুকুরপাড়ে দাঁড়িয়ে আছো সুখের সেই তুমি। বাতাসের গান জলে ডুবছে ভাসছে। আবার তুমি যদি রাতে নেমে আসো এই বাড়িতে? প্রদীপের পাশে এসে ফিসফিস করে বলো, 'জানিনা আমি জানিনা। তুমি জানো?'
ছাতিম ফুল নাকি মনের কথা শোনে। নীলকণ্ঠ পাখির দেশে কানে কানে বলবে,  চলো ওই একলা যুবকের বুকে। যে একা একা এই শহরে ঘোরে, তার হাত ধরে একবার হেসে ওঠো। শেষরাতে ঘুম ভেঙে গেলে ছাতিম ফুল থেকে ফোঁটা ফোঁটা সুখের শিশিরে তুমি ঠোঁটের দাগ রেখে চলে যাও। যে যায় সে আর আসেনা। যে আসে সে এখন যুবকের সন্ধ্যার বুকে একাকী টবে রাখা গোলাপ বউ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন