শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

নির্জনতা থেকে জনারণ্য

এইখানে যখন প্রথম এসেছিলাম তখন ফাঁকা জমিনের উপর একটি রেল লাইন ছিলো। সন্ধ্যার পরে পাশের জনমানবহীন ছোট রাস্তা ধরে নিঃশব্দে হেটে হেটে চলে যেতাম আমার বাড়ি। আজ এখানে কত্তো বড়ো একটি স্টেশন! হাজার হাজার লোক এখানে ওঠানামা করে। আর পাশের সেই ছোট্ট পথটি এখন রাজপথ, লক্ষ মানুষ চলে এই পথে সকাল দুপুর সন্ধ্যায়।

সেই সব নির্জনতার কথা ছিলো আশির দশকে। আর নীচের এই দৃশ্যটি আজকের। ছোট্ট এই জীবনে কতো পরিবর্তন!  নির্জনতা থেকে এতো জনারণ্য।

ছবি : বিমানবন্দর স্টেশন।
         আজ সকাল দশটায় তোলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন