শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

তুমি এসো

এতো কাছে আসতে নেই অগ্নি মুখ প্রজ্বলিত করে
দীর্ঘ চুম্বনের পথ পারি দিয়ে
হঠাৎ জ্বলে ওঠা প্রথম আলোর মূর্ছনার মতো --
এতো ভালো বাসতে নেই
সব প্রেম চিহ্নর পথ মাড়িয়ে আবাস গড়ো এসে
যেখানে নদী আছে
জ্যোতির্ময় অরন্যানী আছে
বসন্ত দীঘি আছে
যেখানে হাত ডোবালেই পেয়ে যাও অমৃতের পবিত্রতা।

তুমি আলো হয়ে আলো ছড়াও নির্জনতার ভিতর
মহাকাশ ছুঁয়ে থাকে যেমন পৃথিবীর বুকে --
তোমার দীপ্তিময় মুখে বিষন্নতার বিলাপ নেই
তুমি ঘুমের ঘোরে জড়িয়ে ধরো
অঙ্গার করো
ছাই করো
ভস্মীভূত করো
আপন কক্ষপথে জ্বলে ওঠে যতো তারা।

এতো কাছে জড়াতে নেই
যেখানে নক্ষত্র নক্ষত্র সংঘর্ষে আলিঙ্গন তৈরী হয়
নৈঋত থেকে ঝড় হয়, হৃদয় তোলপাড় হয়
রক্ত ক্ষরণ হয়,বসতি ধ্বংস হয় --
আমি এই প্রেম চাইনা, এসো প্রিয়তমা
অন্ধকারের নৈঃশব্দ ভেঙ্গে সকল শূণ্যতা পূর্ণ করো
ঐ পূর্ণিমার চাঁদের মতো আলো ঝলমলিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন