শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

না আমি না তুমি

যদি কখনো প্রেমময়ী হও,
যদি তুমি জেগে উঠতে চাও তোমার প্রাসাদে,
শোকাচ্ছন্ন একাকীত্বে
যদি প্রশ্ন করো বাতাসে 'আমি কেমন আছি '?
ইথারের সমস্ত তরঙ্গ, নক্ষত্র, পাখি, পুঞ্জীভূত মেঘ
সবাই সমস্বরে উত্তর দেবে 'ভালো নেই। '
কোথাও প্রেম নেই, আছে শুধু আন্দোলিত প্রাণ
আছে ভালোবাসার কুঞ্জবনে বিস্মৃতির নির্ঝর।

যদি কখনো তুমি মায়াবি কেউ হও
যদি মাতাল হয় মধ্যরাতের গান
যদি লুপ্ত হয়ে যায় এ্য়োদশীর কোনো চাঁদ
যদি নিভে যায় এক এক করে সকল তারা
তখন ভালো থাকবোনা আমরা কেউই --
না আমি না তুমি, না আমাদের মধুময় প্রেম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন