শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

মনে কি পড়ে

মনে কি পড়ে কোভা? ব্যস্ত শহরে সেদিন বৃষ্টি নেমেছিল
তুমি ভেজা হাইওয়ে ধরে
চলে গিয়েছিলে লং ড্রাইভে অনেক দূরে
কি নিঝুম বৃষ্টি ছিলো ! রিমঝিম উড়ছিলো পথের ক্লান্তি
মনে কি পড়ে কোভা? আমি ছিলাম তোমার পাশে।

চোখ মেলেছিলো ডানা উড়ন্ত গাংচিলে
দূরে ঝাঁও বনে ঝরছিলো বৃষ্টি অনবরত
আরো বেশি স্তব্ধতার ভিতর তুমি ছিলে ভাবলেশহীন
মনে কি পড়ে কোভা?
কি মোহময় সেই বৃষ্টিপাত! কি অবিরাম জলের ধারা
বাহূর আশ্রয়ে জানিয়েছিলে প্রথম ভালোবাসার নিমন্ত্রণ
বলেছিলে --' তোমাকে ভালোবাসি। '

তুমি বিস্মৃত হয়োনা কোভা --
সেই বিনম্র মুখের হাসি সেই মায়াবী দৃষ্টিপাত
নগরীর সমস্ত সভ্যতা ভেঙে চুরমার হয়েছিলো
বৃষ্টির শব্দে পথ চলতে চলতে সেই বিকেল!
বিস্মৃত হয়োনা কোভা
শান্তা মনিকার তীরে আমাদের সেই শেষ আলিঙ্গন!
প্যাসিফিকের জল স্তব্ধ হয়ে গিয়েছিলো তারও আগে
যা আজ আর মনে পড়েনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন