রবিবার, ১১ অক্টোবর, ২০১৫

এখন আর সে সব নেই

সে কালে মহালয়ার ভোরে ঘুম ভাঙতো সানাইয়ের সুরে। সেই থেকে পুজার ক’দিন রোজ সকালে সানাইওয়ালা এসে সানাই বাজিয়ে যেত। পুজার কাছাকাছি তখন একটা গন্ধ পেতাম। সেই গন্ধের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে ছিল আনন্দ, আবেগ আর উৎসাহ যা একাত্ম হয়ে যেত আমাদের গ্রামের প্রতিটি বাড়ির সঙ্গে। এখন আর সে সব নেই। সব বিরান হয়ে গেছে। গত অর্ধ শতাবদীতে প্রায় সবাই চলে গেছে ভারতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন