শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

চিপাচস

আজ কয়েকদিন ধরে "চিপাচসে"র কিছু বন্ধুর কথা খুব মনে পড়ছে। বিশেষ করে Facebook-এ বন্ধু দীপেনকে পাওয়ার পর থেকে। সেই ১৯৭৭-১৯৮২ সাল সময়ের কথা। কিছু অসম্ভব সিনেমা পাগল তরুণ চিত্রালী পত্রিকাকে ঘিরে চিপাচস সংগঠনটি গড়ে তুলেছিল। সেই সব তরুণদের মেধা আর মননে , তাদের পরিশ্রমেে আর আন্দোলনে এই দেশে একটি সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ শুরু হয়েছিল। যা চলচ্চিত্রের "ডিরোজিও" যুগ বলে পরিচীত ছিলো । এইসব তরুন গুলোর মধ্যে ফজলুর রব স্বপন, চাষী সিরাজ, শামীম আলম দীপেন, শফিউজ্জামান খান লোদী, সৈয়দ শহীদ, খায়রুল আলম, সুশীল সূত্রধর, রানা আশরাফ, দুলাল পাল প্রমুুখ অন্যতম ছিল। এদের অনেকের সাথে আজ কোনো যোগাযগ নেই। জানিনা কেমন আছে তারা। এইসব তরুণদের কয়জনই বা মানুস মনে রেখেছে। অথচ সেই সময়কার চিত্রালীর পাতায় পাতায় এদের নাম লিখা আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন