মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

অপরাজিত

কাল অনেক রাতে ডিডি বাংলায় সত্যজিৎ রায়ের অপরাজিত সিনেমাটি দেখছিলাম। সিনেমাটি এর আগেও বহুবার দেখেছি। যতবারই দেখি মনে হয় যেন এই প্রথম দেখছি।
আর মাত্র চার দিন পর আমার মা’র মৃত্যু দিবস। বাড়িতে যাবো। দেখবো মা কোথাও নেই। মা আমার জন্য জানালার পাশে বসে অপেক্ষায় নেই। আমাকেই যেয়ে দরজা খুলতে হবে। দেখবো সব কিছুতেই ধুলো জমে আছে। মা’র বিছানা, নামাজের স্থান, মা’র আলনাতে, সবখানে ধুলো জমে গেছে।
অপরাজিত দেখে আমাকে কাদঁতে হলো। তাহাজ্জতের নামাজ পড়লাম। প্রার্থনায় নিজের জন্যে, স্ত্রী সন্তানদের জন্য কিছুই চাইলামনা আজ। শুধু মা’র জন্যই আজ প্রার্থনা করলাম, তাঁর জান্নাতের জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন