শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

অরন্যানী

১৯৭৯-৮০ সালের কথা। তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। কবি জসিমউদ্দীন হলের আবাসিক ছাত্র।পত্র পত্রিকায় কিছু লেখালেখি করি। সেই সুবাদে আমার বেশ ফ্যান তেরী হয়েছিল দেশে বিদেশে। এমনই একজন ফ্যান ছিল আমার, নাম তার চিনু চাকমা। মেয়েটি তখন খাগড়াছরি কলেজে পরতো। খুব সুন্দর করে চিঠি লিখতো আমাকে। আমিও লিখতাম। চিনু আমার জীবনের সবচেয়ে ভাল একজন পত্রমিতা হয়ে উঠেছিল। কতো যে রাত জেগে ওকে চিঠি লিখেছি। চিনুকে আমি কোনদিন চোখে দেখিনি,শুধুই চিঠিতেই লিখা। তারপর একদিন সবকিছুই হারিয়ে যায় ।
এই অরন্যানী মেয়েটির কথা আজো মনে পড়ে। এতা বছর পরেও চোখের কোনে জল চিক্ চিক্ করে ওঠে। ( অসমাপ্ত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন