বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

শামিম আলম দীপেন

শামিম আলম দীপেন। আজ আপনার জন্ম দিন।আজ থেকে পঞ্চান্ন বছর আগে এই দিনে আপনি পৃথিবীতে এসেছিলেন। জানিনা সেদিন হেমন্তের আকাশ কেমন ছিল। জানিনা কখন কোন্ মায়াময় ক্ষনে আপনি প্রথম কান্না করেছিলেন। হয়তো আকাশ ছিল শুভ্র মেঘে ঢাকা, নয়তো পাতায় পাতায় ছিল পূর্ণিমার রাত। আপনার জীবন এখন বরেন্য,বর্নাঢ্য। কার্ভিকের নবান্নের মতো সুবাসিত। আপনার জীবনের কোন অপূর্নতা নাই। তবুও ---
রবি ঠাকুরের কবিতার দুটো চরন দিয়ে আজকের এই দিনে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।
“…জীবনে যত পূজ হল না সারা , জানি হে জানি তাও হয় নি হারা।
জীবনে আজো যাহা রয়েছে পিছে ,জানি হে জানি তাও হয় নি মিছে।…”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন