শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

জলের ঢেউ

ক্রমশঃ গহীনতম পথে চলতে থাকে আমাদের লীলাপর্ব 
জলের ঢেউ ভেঙে নাবিক নোঙ্গর ফেলে আরো অতলে
আমরা বুঁদ হয়ে থাকি জলের নির্মাণে --
নিঃসঙ্গ বালিয়ারীতে তখন মুক্তা ফলায় ঝিনুক
জলধির গভীরে যে কথা হয় তার সাথে
তার বুকে কান রেখে সে কথা শুনি আমারই প্রাণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন