শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭

এই স্বর্গ রাত্রিতে

একদিন না একদিন স্বর্গ আমাকে টানবেই
আমার ভালোবাসার জন্য
আমার নিরহংকার সোহাগের জন্য
বিচিত্র এইসব দান প্রতিদানের জন্য!
অবসাদ আমাকে ছুঁইতে পারেনা
আমাকে চূর্ণ করো তুমি মোহিনী মায়ায়
আমি চাই তোমার ঘৃণাও
সকল দাবি আমার সকল নিষ্ঠুরতাও!
আমি আর ফিরে যেতে চাইনা অভিশপ্ত নরকে
বিকৃতিতেও নয়,
নয় কোনো রূপান্তরে অন্য কোনো আশ্লেষে
পরিমার্জন চাই দেহে আর দ্রোহে!
হাজারো প্রগাঢ় চুম্বনেও মন ভরেনা
তুমি লুকিয়ে রেখোনা তপ্ত সূর্যের ঝাঁচ
জ্বালিয়ে দাও বারে বার
জ্বলে ওঠো তুমি এই স্বর্গ রাত্রিতে সহস্রবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন