শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭

পুরোনো কল্প কাহিনী

শ্রাবণ মেঘের দিনে বৃষ্টি এলেই একটা ছেলের খুব মন খারাপ হয়ে যেতো। জানালা খুলে দেখতো দূরে তেপান্তরের মাঠ জুড়ে বৃষ্টি ঢলে পড়ছে। হাত দিয়ে বৃষ্টি ছুঁইতো। দুই হাতে ভিজাতো জলে। তারপর কপাল আর দুই গাল মুছে শীতল করতো। টেবিলে বসে কবিতা লিখতে যেয়ে সারা পাতা জুড়ে তার নাম লিখতো। স্বপ্ন এসে তার কাছে ভীড় করতো সারারাত। পুরোনো কথা আর গোপণ নিভৃতে লুকিয়ে থাকা সুর এসে গান হয়ে যেতো। ছেলেটি এমনি করেই কখনো তারার আকাশ দেখতো। কল্পনায় ময়ুরপঙ্খী নাও ভাসাতো সাগরের পানে। কেউ কি যাত্রী হবে তার? কেউ কি ধরবে তার হাত! যাবে তার সাথে? এইতো আমি সেই ছেলেটি। দুই হাত মেলে দাড়িয়ে আছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন