শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭

বিস্ময়ে তাই জাগে

কেনো এমন করে ভাঙচুর করো তুমি। কেনো এমন করে ফুলের ঘায়ে। যোজন যোজন দূরে কোথায় কার হিয়া কাঁদে। আমি বিক্ষুব্ধ স্বপ্ন নিয়ে জেগে থাকি সারারাত। বিধাতা সব পারে। অপূর্ব যতো প্রেম দিতে পারে। আবার বেদনার ঘা-ও। পৃথিবীর মায়া মমতার কাছে এই জীবন বাঁধা পড়ে যায়। লোভ আমারও হয়। তার সাথে থাকে যদি ভালোবাসার মতো অন্তরের টান।
প্রথম চাওয়া ব্যর্থ হয়েছিলো বলে চৈত্রের ঊষা লগ্নে স্বপ্ন ভেঙে যায়। তারপর দ্বিতীয় চাওয়া, সেখানেও দীর্ঘশ্বাস! তারপর তুমি এলে। তোমাকে পাওয়ার প্রাপ্তিতে ভরে গেলো প্রাণ।
'অসীম কালের যে হিল্লোলে
জোয়ার ভাটার ভূবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,
বিস্ময়ে তাই জাগে আমার গান। '

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন