রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

মা'র হাতের ঝাল পিঠা

শীত আসলেই মা'র কথা বেশী করে মনে পড়ে। ছোটবেলার গ্রামের পিঠা খাওয়ার কথা বড়ো বেশী মনে পড়ে। বিশেষ করে মা'র হাতের ঝাল পোড়া পিঠা,দইলা পিঠা,ঝাল চেতো পিঠা'র কথা।এগুলো সব গ্রামের পিঠা। শহরে আমার স্ত্রী এগুলো করতে পারেনা। মা মরে যাবার পর এইসব পিঠাগুলো আর খাওয়া হয়না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন