তুমি যদি প্র্রেমহীন হয়ে থাকো, মেঘদূতের সম্ভোগের শ্লোক পড়েও যদি নির্বিকার থেকে যাও,যদি না থাকে তোমার রাগ-অনুরাগ-কস্তরীনাভি কোমলগান্ধার, যদি বিহব্বল না হয় তোমার শরীর, রক্তে শোনিতে যদি না ভেজে তোমার পড়নবাস, তাহলে তুমি আমার কবিতা পড়োনা।
মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
সাগর স্নান
প্রথম আমি যেদিন সাগরের জলে পা রেখেছিলাম তখন মনে হয়েছিলো এ জল আমারই,জলে নেমে তাই সেদিন স্নান করেছিলাম।এর কয়েক বৎসর পর আবার যেদিন সাগরে গিয়েছিলাম, জল দেখে মনে হয়েছিলো,এ জল আমার নয়। তাই জলে নেমে স্নান করা হয়নি। পাপটা কখন ছিলো এখনো জানতে পারিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন